নাটোরে করোনা সংক্রমনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় নাটোর জেলায় নতুন করে ৩৭ জন করোনায় আক্রান্তের হয়েছে।
নাটোর সিভিল সার্জন অফিস জানায়, গতকাল পাঠানো ১২৫ জনের নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় নতুন করে করো না শনাক্ত হয়েছেন ৩৭ জন। এ নিয়ে এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ১৮৩৮ জন।
তবে গত ২৪ ঘন্টায় নাটোরের কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কঠোর নির্দেশনায় একাধিক মোবাইল টিম কাজ করছে। এছাড়া পৌরসভা,উপজেলা প্রশাসন, পুলিশসহ তথ্য অফিসের পক্ষে মাইকিং করে সকলকে স্বাস্থ্যবিধি মানতে নির্দেশ প্রদান করা হচ্ছে। যদিও গত কয়েকদিনের তুলনায় সংক্রমণের হার কমার দিকে তবুও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অবস্থার পরিবর্তন না হলে করোনা প্রতিরোধ কমিটির সাথে বৈঠক করে পরবর্তী কঠোর সিদ্ধান্ত নেয়া হতে পারে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply