নাটোরের গুরুদাসপুরের পুকুরের পানিতে ডুবে জান্নাতি ও ফেরদৌসী নামে ৬ বছর বয়সী যমজ দুই বোনে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জান্নাতি (৬) ও ফেরদৌসী (৬) যমজ দুই বোন ওই গ্রামের রাজিবুল ইসলামের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজিবুল ইসলামের দুই মেয়ে বাড়ির পুকুরের পাশে খেলা করছিল। হঠাৎ করে তাদের আর খুঁজ পাওয়া যায়না। পুকুরের পানিতে ডুবে যেতে পারে ধারণা করে সেখানে খোঁজাখুঁজি শুরু করে পরিবার ও স্থানীয় লোকজন। খোঁজাখুঁজির এক সময় পানি থেকে ওই যমজ দুই বোনকে মৃত উদ্ধার করে তারা।
রাজিবুল ইসলামের দুই যমজ মেয়ে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply