৩৩৩ নম্বারে কল দিয়ে খাদ্য সহায়তা পেলেন নাটোর সদরের ৪২ জন দুঃস্থ মানুষ।
শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানবিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম। এর আগে আবেদনকারীরা ৩৩৩ নাম্বারে কল দিয়ে খাদ্য সহায়তা চান।
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান, যাচাই বাছাই করে ৪২ জন বিভিন্ন শ্রেণি পেশার দুঃস্থ অসহায় গরীবদের মধ্যে ১০ কেজি চাউল, ১ লিটার তেল, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি লবণ, ২ প্যাকেট সেমাই এবং ১ কেজি চিনি বিতরণ করা হয়েছে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply