এক কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ প্লান্টের নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে সিলিন্ডারের মাধ্যমে কোভিড-১৯ চিকিৎসা সেবা জোনের ৩০টি শয্যায় উচ্চ মাত্রার অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে এবং প্লান্টের নির্মাণ কাজ শেষ হলে দুই মাসের মধ্যে ১৪৮ ধারণ ক্ষমতার অক্সিজেন ও স্যাকার এবং ৩৬ ধারণ ক্ষমতার এয়ার সরবরাহ করা সম্ভব হবে।
মঙ্গলবার(২০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মো. শাহরিয়াজের নেতৃত্বে সদর হাসপাতালের ২৫০ শয্যার নির্মাণাধীন ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন স্বাস্থ্য বিভাগ ও পুলিশের জেলা কর্মকর্তারা।
হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায় বলেন, দুই সপ্তাহের মধ্যে কোভিড ডেডিকেটেড ৩০টি শয্যায় উচ্চ মাত্রার অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে। প্লান্টের নির্মাণ কাজ শেষ হলে দুই মাসের মধ্যে ১৪৮ ধারণ ক্ষমতার অক্সিজেন ও স্যাকার এবং ৩৬ ধারণ ক্ষমতার এয়ার সরবরাহ করা সম্ভব হবে।
সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বলেন, যথাযথ মান নিশ্চিত করে প্লান্ট নির্মাণ করতে হবে। এই প্লান্ট থেকে অক্সিজেন সরবরাহ শুরু হলে করোনা রোগীদের রাজধানীগামী প্রবণতা হ্রাস পাবে।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
জেলা সদর হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অক্সিজেনের প্রবাহ থাকা প্রয়োজন। এ প্লান্ট নির্মাণ কাজ সম্পন্ন হলে রোগীরা উপকৃত হবেন।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply