আজ (সোমবার) থেকে সীমিত পরিসরে শুরু হচ্ছে আপিল বিভাগের ভার্চুয়াল বিচারিক কার্যক্রম। গতকাল রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। বিষয়টি জানিয়ে আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভুঞা এক বিজ্ঞপ্তি জারি করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত উদ্ভুত পরিস্থিতিতে ১২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ভার্চুয়াল পদ্ধতিতে আপিল বিভাগের এক নম্বর কোর্টে প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সীমিত পরিসরে বিচার কার্যক্রম পরিচালিত হবে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply