নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তিনটি বই বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর হাতে তুলে দিলেন নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, আবু আব্বাস কলেজের সহকারী অধ্যাপক ও ডিভেট অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল কবীর সরকার, নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার নূরুল আমিন প্রমুখ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে বুক রিভিউ অনুষ্ঠানকে সামনে রেখে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী নূসরাত জানান শিখা মনিসহ ১২ জন শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর লেখা তিনটি করে বই দেন।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply