বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সকল ষড়যন্ত্র প্রতিহত এবং সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে বিজয়ের বেশে বাংলাদেশের মাটিতে আনতে হবে। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু আরও বলেন, বিগত সরকারের সময় নাটোরের মানুষ জিম্মি ছিলো । আজ থেকে দেড় মাস আগে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারিনি। আমরা গাড়ি নিয়ে কোথাও যেতে পারিনি। কোথাও প্রোগ্রাম করতে পারিনি। আজ দেশ স্বাধীন হয়েছে। আমরা মুক্তভাবে সবাই চলাফেরা করতে পারছি। এখনও দেশে চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- নাটোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক মন্ত্রী ফজলুল রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আনোয়ার ইসলাম আনু, পৌর বিএনপির আহবায়ক এডভোকেট আলী আসগর খান, সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ন আহবায়ক বোরহান উদ্দিন বাবু সহ বিএনপির অন্যান্যে নেতারা উপস্থিত ছিলেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ তিন পরিবারকে ১ লক্ষ টাকা করে মোট ৩ লাখ টাকার চেক প্রদান করা হয়।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply