নাটোরের সিংড়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কীর্তি সম্পর্কে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসাভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস,উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) জামিল আকতার, উপজেলা সহকারী কমিশনার ভূমি সিংড়া আল ইমরান, সিংড়া থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী সহ আরো অনেকে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply