নাটোরের সিংড়ায় আক্রোশিক ভাবে আত্রাই নদীর পানি বেড়ে যাওয়ায় পৌরসভার ৫নং ওয়ার্ডের অন্তর্গত গাইন পাড়া মহল্লাবাসী ভীষণ চিন্তিত।
গত বছর বন্যায় এই মহল্লাবাসীরা ঘরবাড়ি ছেড়ে সকরাকারি গার্লস স্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল, যার জন্য আর্থিক ভাবে তারা ক্ষতিগ্রস্ত হতে হয়েছিল। এবারও যদি গত বছরের ন্যায় সরকারি ভবনে যেতে হয় তাহলে কষ্টে সীমা থাকবেনা, সে সব কথা ভেবেই তারা চিন্তিত।
শহর রক্ষা বাঁধ যদি যথা সময়ে সমাপ্ত হতো তাহলে এমন বিপদের আশঙ্কা করতে হত না, কারণ প্রথম ধাপের প্রটেকশন ঢালাই যথা সময়ে হওয়ায় তারা অনেকটাই স্বস্তিতে ছিল, কিন্তু দ্বিতীয় পর্যায়ের প্রটেকশন ঢালাই এর কাজ যথা সময়ে সম্পন্ন না হওয়ায় তারা বন্যার ক্ষতির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে। মহল্লাবাসীরা আরও জানায় ঠিকাদারের অনেকটা অবহেলার কারণে তাদেরকে আজ আতঙ্কে দিন কাটাতে হচ্ছে।
এমতাবস্থায় গাইন পাড়া মহল্লাবাসী পৌরসভা মেয়রের সুদৃষ্টি কামনা করেন, যাতে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই যেনো, মহল্লা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখতে পারেন।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply