বঙ্গবন্ধু ১৯৬৬ সালে ‘ছয় দফা’ ঘোষণার পর, তৎকালীন পূর্ব-পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমদ বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলেন, ‘আপনি এই যে ছয় দফা দিলেন, তার মূল কথাটি কী?
আঞ্চলিক ভাষায় এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন বঙ্গবন্ধু। তিনি বলেন, ‘আরে মিয়া বুঝলা না, দফা তো একটাই। একটু ঘুরাইয়া কইলাম।’
মূলত, পাকিস্তানিদের শোষণ থেকে মুক্তির জন্য বাঙালি জাতির স্বাধীনতার দাবিই ছিল ছয় দফার মূল কথা। যার ভিত্তিতে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ একচেটিয়া জয় লাভ করে এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় মহান স্বাধীনতা।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply