নাটোরে করোনায় আরো ৪ জন মারা গেছে। এদের মধ্যে মর্জিনা (৫০) ও দেলোয়ার (৪৮) নামে দুই জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আহম্মদ আলী (৬০) নামে একজন নাটোর সদর হাসপাতালে ও মোসলেম উদ্দিন(৬৬) নামে অপর একজন বড়াইগ্রামে মারা যান।
সোমবার(১৪ জুন) বিকেল থেকে রাত পর্যন্ত সময়ে তার মারা যান।
এ নিয়ে জেলায় করোনায় ৩৮ জন মারা গেলেন।
এদিকে, গত ২৪ ঘন্টায়(১৪ মে থেকে ১৫ মে সকাল) ১৭১ জনের নমুনা পরীক্ষা করার পর নতুন করে আক্রান্ত হয়েছে ৬১ জন। সংক্রমণের হার গত কালকের তুলনায় ১৯ শতাংশ বেড়ে হয়েছে ৬০ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২৩২৬ জন।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply