নাটোর শহরবাসীকে করোনার টেস্টে উৎসাহিত করতে র্যাপিড টেস্টের প্রথম দিনে মোট ৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬টি নমুনা পজেটিভ এসেছে।
এছাড়া জ্বীন এক্সপার্ট মেশিনে ১৮টি নমুনার মধ্যে ১০টি পজেটিভ এসেছে।
সোমবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে বিনামূল্যে করোনা টেষ্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
এসময় সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা মাহাবুবুর রহমান।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা মাহাবুবুর রহমান জানান, র্যাপিড টেষ্টে মোট ৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৬জন পজেটিভ এসেছে। বাকি নমুনা গুলো আরটিপিসিআর মেশিনে পরীক্ষা করা হবে।
এছাড়া জ্বীন এক্সপার্ট মেশিনে ১৮টি নমুনা পরীক্ষা করে ১০জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
(sajagnews)
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply