দৈনিক যুগান্তর স্টাফ রিপোর্টার, বাংলাদেশ বেতারের নাটোর প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মাহফুজ আলম মুনি (৭০) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি শুক্রবার (৪ জুন) সকাল ৯ টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি এর আগে নাটোরের স্থানীয় দৈনিক জনদেশের ব্যবস্থাপনা সম্পাদক ও চ্যানেল ওয়ানের নাটোর প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক সন্তানসহ অসংখ্য স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আজ (শুক্রবার) বাদ আছর শহরের মাদরাসা মোড় পুরাতন বাস টার্মিনালে পৌরসভা জামে মসজিদে জানাজা শেষে গাড়ীখানা কবরস্থানে তাকে দাফন করা হবে। তার মৃত্যতে নাটোরের সংবাদকর্মিদের শোকের ছায়া নেমে এসেছে। নাটোর ইউনাইটেড প্রেসক্লাব, নাটোর প্রেসক্লাব, বাগাতিপাড়া প্রেসক্লাব সহ সুধী সমাজের প্রতিনিধিরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply