নাটোরের গুরুদাসপুরে শফিকুল ইসলাম নামে কতিপয় সন্ত্রাসী বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রী পান্নাকে (৩২) বেধড়ক মারপিট করে এসিডে ঝলছে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহবধুর দুই হাতসহ শরীরের বিভিন্নস্থান এসিডে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে গুরুদাসপুর বাজার এলাকায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত পান্নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত গৃহবধু পান্না সাংবাদিকদের বলেন, নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর না দেওয়ায় আমাকে মারপিট করে শরীরে এসিড নিক্ষেপ করে মিলন ও তার সন্ত্রাসী বাহিনী। শুধু তাই নয়, বাড়িঘর ভাংচুর করে নগদ টাকা ও ৫ ভরি গহনা লুট করে নিয়ে গেছে মিলন বাহিনী। মিলন পৌর সদরের চাঁচকৈড় বাজারপাড়ার কাঠ ব্যবসায়ী আব্দুস সামাদের ছেলে।
প্রতিবেশী মনিরা খাতুন বলেন, বাড়ির পূর্ব দিক থেকে প্রাচীর টপকে এসে মুহুর্তের মধ্যে সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় শফিকুলের ছেলে সিজান (১০) ও মেয়ে জুম্মা (২) আমার বাসার উঠানে খেলাধুলা করছিল।
নাটোর প্রাণ কম্পানীতে কর্মরত পান্নার স্বামী শফিকুল ইসলাম মোবাইল ফোনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, সম্প্রতি আমার স্ত্রীর মাধ্যমে স্থানীয় এনজিও জাগরনী চক্র থেকে ৯৯ হাজার টাকা লোন উত্তোলন করি। সে সময় মিলন তাকে সহযোগিতা করেন। এরপর থেকে মিলন বিভিন্নভাবে আমাদের কাছ থেকে টাকা পাবে বলে মিথ্যা প্রচার চালায়। তাকে টাকা না দেওয়ায় আমাদের ওপর নানাভাবে ব্লাকমেইলিং করে আসছিলেন।
অভিযুক্ত মিলনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। এরপরও ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply