নাটোর জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। নাটোর-বগুড়া, নাটোর-পাবনা ও বনপাড়া হাটিকুমরুল মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে নির্ধারিত ভাড়ায় এসব গণপরিবহণ যাত্রী বহন করছে।
বৃহস্পতিবার সকাল থেকে জেলার অভ্যন্তরে সকল রুটে বাস চলাচল শুরু হয়েছে। তবে টার্মিনালগুলোতে খুবই কম বাস লক্ষ্য করা গেছে। গণপরিবহন গুলোতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে অর্ধেক যাত্রী বহন করতে দেখা গেছে।
তবে যাত্রীদের কাছ থেকে অনেক বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন জেলার সীমান্তের চেক পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো গণপরিবহন এক জেলা থেকে অন্য জেলায় যেতে না পারে।
জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, গণপরিবহন চলাচলে সরকারি নির্দেশনা প্রতিপালন হচ্ছ কি না, তা নজরদারিতে পুলিশের একাধিক টিম বিভিন্ন চেকপোস্টে দায়িত্ব পালন করছে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply