নাটোরের সিংড়ায় নিজ বাড়ি থেকে নুসরাত জাহান তৃপ্তি নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (০৫ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর ই আলম সিদ্দিকী জানান, ঈদ কেনাকাটার জন্য উপবৃত্তির টাকা জমিয়ে রেখেছিল তৃপ্তি। কিন্তু অভাবের কারণে ওই টাকা সংসারের কাজে লাগাতে চেয়েছিলেন বাবা আওলাদ হোসেন। এ নিয়ে সকালে বাবার সঙ্গে মেয়ে তৃপ্তির কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবা আওলাদ তার মেয়েকে মারধর করে বাড়ি থেকে চলে যান। পরে প্রতিবেশীরা ঘরের ভেন্টিলেটর দিয়ে তৃপ্তির ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়।
নুর ই আলম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply