নাটোর জেলার উন্নয়নে মূল ধারার গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। তিনি বলেছেন, জাতীয় পর্যায়ে নাটোর জেলার সম্ভবনা তুলে ধরে বিভিন্ন সংকট সমাধানে অনুঘটক হিসেবে কাজ করে প্রশাসনকে সহযোগিতা করছেন জেলার গণমাধ্যমকর্মীরা।
সোমবার(৩রা মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও স্থানীয় সংবাদপত্রের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকান্ড গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করে জেলার উন্নয়নে কৃতিত্বের অংশীদার গণমাধ্যমকর্মীরাও। বর্তমানে করোনার সংকটময় মুহূর্তে গণমাধ্যমকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করে চলেছেন। প্রশাসন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম করোনাকালে সামনের সারিতে থেকে কাজ করে যাচ্ছে৷ আগামী দিনগুলোতে এভাবেই গণমানুষের কল্যানে গণমাধ্যমে লেখনী অব্যাহত রাখতে হবে।
সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম রেজা ও নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দীন।
মতবিনিময় শেষে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply