অনলাইন ভিত্তিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডার খাবার সরবরাহ হিরো হলেন শিমুল ইসলাম প্রামানিক। রবিবার উন্মুক্ত লটারীর মাধ্যমে ব্রাদার্স মেডিকেল হলের সােনে তাকে খাবার সরবরাহ হিরো নির্বাচিত করা হয়। এরপর তাকে বাইসাইকেলের চাবি তুলে দেন আওয়ামীলীগ নেতা সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু, সৈয়দ মোস্তাক আলী মুকুল সহ অন্যরা।
জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল বলেন, যারা খাবার সরবরাহ করেন, তারা বেশির ভাগ মধ্য ও নিম্ন বিত্ত পরিবারের ছেলে। তারা খাবার সরবরাহ করেই জীবন জীবিকা চালায়। এদের মধ্যে অনেকের ভাল সাইকেল নেই।
তাই ব্যক্তিগত সাইকেলটি একজনকে উপহার দেওয়ার ইচ্ছা পোষন করি। পরে লটারির মাধ্যমে একজনকে খাবার সরবরাহ হিরো নির্বাচন করা হয়। আগামী দিনে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
(sajagnews)
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply