
নাটোরে ১৪৪ পিস ইয়বাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন শহরের কানাইখালী দক্ষিণ পটুয়াপাড়ার মৃত গাফফারের ছেলে শাহীন হোসেন (৩২) এবং শাহিনের স্ত্রী ফারজানা আক্তার সাথী (২৬)। এসময় তাদের বহনকারী মোটরসাইকেলটি জব্দ করা হয়।
রোববার(২রা মে) দুপুর ২ টায় নাটোর শহরের কানাইখালী(দক্ষিন পটুয়াপাড়া) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব -০৫ নাটোর সিপিসি -০২ র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-০৫ নাটোর সিপিসি -২ ক্যাম্পের একটি অপারেশন দল কানাইখালী (দক্ষিণ পটুয়াপাড়া)এলাকায় অভিযান চালায়। এসময় ১৪৪ পিস ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ শাহীন ও সাথীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাসে তারা ইয়াবা সংরক্ষণ ও বিক্রির কথা স্বীকার করেছে। এ ঘটনায় নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply