নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ইন্না (১৩) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মূত্যু হয়েছে। সে সিংড়া পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের দক্ষিন দমদমা মহল্লার জুয়েল এর পুত্র এবং সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেনীর ছাত্র।
বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে দক্ষিন দমদমা পুর্ব পাড়া রাস্তায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালক মোস্তাকিনকে আটক করে সিংড়া থানায় সোপর্দ করেছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সাইকেল যোগে বাড়ি আসার পথে বাড়ির পাশে দ্রুতগতির মিনি ট্রাকের চাপায় গুরুত্বর জখম হয়। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে সিংড়া পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে তাঁর বাবা পা ভেঙ্গে বাড়িতে অসুস্থ অবস্থায় রয়েছে। বাবার অসুস্থতার কারনে স্কুল ছাত্র সংসারের হাল ধরে।
এমন অবস্থায় একমাত্র ছেলের মুত্যুতে অসহায় হয়ে পড়েছে ঐ পরিবার।
সিংড়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে ট্রাক ও চালককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়ায় রয়েছে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply