নাটোর শহরের পিলখানা এলাকায় বিমলা ক্যারেট জুয়েলারী হাউজে ক্রেতা সেজে অভিনব কায়দায় স্বর্ণালংকার চুরির পর পালানোর সময় ফরিদুর রহমান(২৯) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ব্যবসায়ীরা। সে রাজধানী ঢাকার আদাবর মোহাম্মাদপুর এলাকার সামসুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার(২৯ এপ্রিল) রাত ৮ টার সময় এই ঘটনা ঘটে।
বিমলা ক্যারেট জুয়েলারী হাউজের সত্বাধিকারী উত্তম কুমার জানান, রাতে অভিযুক্ত ফরিদুর রহমান বিয়ের জন্য স্বর্ণালংকার কিনতে দোকানে আসেন। হাতের বালা, কানের দুল, সীতাহারসহ ৩ লাখ ২৯ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার পছন্দ করেন তিনি। এক পর্যায়ে দোকান কর্মচারিকে মেমো করে এবং সেগুলো পালিশ করে প্যাকেটে দিতে বলেন। টাকা টাকা চাইলে ফরিদুর একটু অপেক্ষা করতে বলে জানান তার পরিচিত একজন টাকা নিয়ে আসছেন। দোকান কর্মচারীরা গহনা পালিশ করার সময় সকলের চোখ ফাঁকি দিয়ে ফরিদুর সীতাহারটি নিয়ে দোকানের বাইরে চলে আসে ও দ্রুত মোটর সাইকেল স্টার্ট দেয়। তখন দোকান কর্মচারীরা বুঝতে পেরে তার পিছু ধাওয়া করে মোটর সাইকেলের গতিরোধ করে। এসময় পাশের দোকানগুলো থেকে ব্যবসায়ীরা বের হয়ে ফরিদুরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
নাটোর থানার ওসি (তদন্ত )আব্দুল মতিন জানান, ফরিদুরকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মামল দায়েরের প্রক্রিয়া চলছে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply