নাটোরে ১০০ জনকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদানকরোনা সংক্রমণ পরিস্থিতিতে নাটোরে তৃতীয় লিঙ্গ ও সংবাদপত্রের হকারসহ বিভিন্ন শ্রেণী-পেশার অসহায় শত ব্যক্তির হাতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে উপকারভোগীদের মাঝে ১০ কেজি চাল, আধা কেজি মসুরের ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি আলু, আধা কেজি ছোলা এবং একটি সাবান সহযোগে সহায়তার খাদ্য সামগ্রী প্যাকেট হস্তান্তর করা হয়েছে।
সোমবার(২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানবিক সহায়তার খাদ্য সামগ্রী হস্তান্তর করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, সকল শ্রেণী-পেশার মানুষের সুবিধা-অসুবিধা সম্পর্কে সরকার অবহিত। তাদের সংকটে সব সময় সরকার পাশে থাকবে। জননেত্রী শেখ হাসিনা দেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply