বিস্কুট খেয়ে ফেলায় নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামে আহসান হাবীব (৬) নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে চাচাতো ভাই আসিফ হোসেন (১২)। হত্যার পর শিশুটির মরদেহ বাড়ির অদূরে ভুট্টার ক্ষেতে রেখে আসে আসিফ।
ঘাতক আসিফকে আটক করেছে পুলিশ। নিহত আহসান হাবিব ওই গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে। ঘাতক আসিফ একই গ্রামের মো. নাজির হোসেনের ছেলে। আহসান হাবিব ও আসিফ সম্পর্কে চাচাতো ভাই।
রোববার(২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় ক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন বিকেলে মহিষডাঙ্গা কারিগরপাড়া গ্রামের নির্মাণাধীন একটি বাড়িতে এই হত্যাকান্ড ঘটায় আসিফ।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, রোববার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও আহসান হাবিব ঘরে না ফেরায় তার বাবা-মা তাকে খোঁজাখুজি শুরু করে। সন্ধ্যায় আসিফও এসে জানায় আহসানকে সন্ধ্যার আগে থেকে সেও দেখতে পায়নি। আহসানের বাবা আসিফের কাছে জানতে চায় সর্বশেষ তাকে কোথায় দেখেছে সে। জবাবে আসিফ নির্মানাধীন বাড়ির কথা জানালে ওই বাড়ির কাছে এসে আহসানের জুতা দেখতে পায় তার বাবা। আহসান হাবিবের বাবা আসিফকে জিজ্ঞাসাবাদ শুরু করলে এক পর্যায়ে আসিফ আহসানকে হত্যার দায় স্বীকার করে। তার কথামতো ভুট্টাক্ষেতে গিয়ে আহসান হাবিবের মরদেহ খুঁজে পান স্বজনরা। তারা আসিফকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে আহসান হাবিবের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে বিস্কুট খেয়ে ফেলার রাগ থেকে আসিফ আহসানকে খুন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সোমবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply