নাটোরের গুরুদাসপুরে চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গ্রোফতার মাদক ব্যবসায়ীর নাম মহাদেব বসাক (৪০)। তিরি উপজেলার খামার পাথুরিয়া গ্রামের বীরেন চন্দ্র বসাকে ছেলে।
শনিবার(২৪ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু রাসেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসামী মহাদেব বসাককে এই দন্ডাদেশ প্রদান করেন। অভিযানে সহাযতা করে র্যাব।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপরেশন দল শনিবার গুরুদাসপুরের খামার পাথুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৩০ লিটার চোলাই মদ, ২৪৫ লিটার মদ তৈরী উপকরণ, ১২৫ লিটকর চোলাই মদের পচুই সহ আসামী মহাদেব বসাককে হাতানাতে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে চোলাই মদ ও তৈরীর উপকরণগুলো প্রকাশ্যে ধ্বংস করা হয়। গ্রেফতারকৃত মহাদেব বসাককে নাটোর কেদ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply