করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার জন্য ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ টাকা বরাদ্দ দেন তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অর্থ তিনি বরাদ্দ দিয়েছেন। জেলা পর্যায় থেকে শুরু করে ওয়ার্ডের একেবারে প্রান্তিক পর্যায়ের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে স্থানীয় প্রশাসনের তালিকার ভিত্তিতে এ ত্রাণ সহায়তা দেওয়া হবে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply