নাটোর সদর উপজেলার ছাতনী পূর্বপাড়া গ্রামে
প্রেমে ব্যর্থ হয়ে শান্ত ইসলাম(২৫) নামের এক যুবক আত্নহত্যা করেছে। শান্ত একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
মঙ্গলবার(২০ এপ্রিল) বেলা ১২ শান্তর মৃত্যু হয়।
পরিবার সুত্রে জানা যায়, জনৈক এক মেয়ের সাথে শান্তর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য দেখা দিলে আজ সকাল ১১ টার দিকে শান্ত নিজ ঘরের ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply