করোনা সংক্রমন প্রতিরোধে কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনেও নাটোরে অপ্রয়োজনে মানুষের চলাফেরা লক্ষ্য করা গেছে।
আজ সোমবার সকাল থেকে দূরপাল্লার ও আন্তঃজেলা বাস ও ট্রাক চলাচল বন্ধ থাকলেও ব্যাটারী চালিত অটোরিক্সা, ভ্যান এবং সিনজিসহ ছোট যান বাহনের স্বাভাবিক চলাচল লক্ষ্য করা গেছে।
সরকারি বিধিনিষেধ মেনে বন্ধ রয়েছে বেশীরভাগ দোকানপাট। রাস্তাঘাটে এবং বাজারে লোকজনের চলাফেরাও ছিল প্রায় স্বাভাবিক। সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি না মেনেই অনেককে নানা অযুহাতে ঘোরাফেরা করতে দেখা গেছে।
এদিকে আইন-শৃংখলা বাহিনীর শহরে টহল শহরের প্রধান সড়কে মাঝে মাঝে লক্ষ করা গেছে।
রাস্তার মোড়ে মোড়ে পুলিশ চেক পোষ্টে বিভিন্ন প্রকার যানবহণ পরিক্ষা করতে দেখা গেছে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply