বাবা নূর আলী ইটভাটায় কাজ করেন। সংসার একটু ভালোভাবে চালাতে হাতে কলম তুলে নেয়ার বয়সে ভ্যানের হ্যান্ডের তুলে নিয়েছে ১৫ বছরের শিশু তাওহিদ। এই শিশুটির ভ্যানও ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের মেরিভিটা গ্রামে শিশু তাওহিদ হোসেনের ব্যাটারিচালিত ভ্যান ছিনিয়ে নিয়েছে দুই দুর্বৃত্ত। ভ্যান নিতে তাওহিদকে চেতনানাশক ঔষধ খাওয়ানো হয়।
বর্তমানে সে জোনাইল ও আর খান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার(১০ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
শিশু তাওহিদ জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় জোনাইল পাগলাবাজার ব্রিজ থেকে জোনাইল কলেজে যাওয়ার কথা বলে এক লোক আমার ভ্যানে ওঠে। কলেজে পৌছানোর পর লোকটি জানান তিনি বনপাড়া বাজারে কিছু খাদ্য বিক্রি করেছেন যার দাম আদায়ের জন্য ওই ভ্যানেই তিনি বনপাড়া যেতে চান। ৩০০ টাকা ভাড়া দেয়ার কথা বলে তিনি আমাকে নিয়ে বনপাড়া রওনা দেন। বনপাড়া পৌছানোর পর টাকা দেওয়ার কথা বলে ওই যাত্রী আমাকে মোটরসাইকেলে চড়া দুই লোকের কাছে টাকা নিতে পাঠান। তাদের কাছে গেলে তারা আমাকে জনশূন্য একটি জায়গায় নিয়ে যান এবং একটি বোতলে থাকা পানি খেতে বলেন। আমি খেতে না চাইলে জোর করে মুখ চেপে ধরে ওই পানি ভেতরে ঢেলে দেয়। এরপর আর আমার কিছু মনে নাই। চেতনা ফিরে দেখি পুলিশ আমাকে থানায় নিয়ে এসেছে। পরে তারা আমাকে হাসপাতালে ভর্তি করে।’
বড়াইগ্রাম থানার ওসি মোঃ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে উদ্ধারের পর চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালেই আছে। তারভ্যান উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার সাথে যারা জড়িত, তাদের সনাক্ত ও আইনের আওতায় আনা হবে।’
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply