করোনা উপসর্গে নাটোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল হাসানের(৫৯) মৃত্যু হয়েছে।
তার বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়।
রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
জানা যায়, গত ৬ এপ্রিল তিনি স্ট্রোক করে হাসপাতালে ভর্তি ছিলেন। জ্বর, শ্বাসকষ্টসহ করোনার নানারকম উপসর্গ ছিলো তার। তিনি পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রিপোর্ট আসার আগেই তার মৃত্যু হল।
তার মৃত্যুতে জেলা প্রশাসক মো. শাহরিয়াজসহ অন্যরা শোক জানিয়েছেন।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply