নাটোর জেলার সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নজরপুর গ্রাম ও সিংড়া পৌরসভার গোডাউন পাড়া-মহল্লায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শুক্রবার দুপুরে দুই পরিবারের সদস্যের কাছে নগদ ৩০ হাজার টাকা ও ১০ বান্ডিল ঢেউটিন হস্তান্তর করেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।
মেয়র ফেরদৌস বলেন, ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পক্ষ থেকে নগদ অর্থ ও ঘর নির্মাণের জন্য টিন তুলে দেয়া হয়েছে।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন, প্রতিমন্ত্রীর এতান্ত সচিব রুহুল আমিন প্রমুখ।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply