নাটোরের সিংড়ায় বিদ্যুৎ পৃষ্টে বাড়িতে আগুন লেগে সাগর (১৮) নামে একজন শিক্ষার্থীর মর্মান্তিক মূত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ইটালী ইউনিয়নের বিক্রমপুর গ্রামে।
নিহত সাগর ঐ গ্রামের আবুবক্কর সিদ্দীকি বাবুর পুত্র। সে গত বছর জামতলী আমজাদ হোসেন মেমোরিয়াল থেকে এসএসসি পাশ করে।
বুধবার দিবাগত রাতে শর্ট শার্কিটে আগুন লেগে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।
সকালে আগুনে পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করেছে সিংড়া থানা পুলিশ।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ইটালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম।
জানা যায়, ঐ গ্রামের আবুল কালামের বাড়ি দেখাশোনা করার জন্য সাগর প্রতিদিনের ন্যায় রাতে ঘুমিয়ে যায়। গভীর রাতে বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশিদের চিৎকারে গ্রামবাসি জেগে উঠে। এসময় ফায়ার সার্ভিস খবর পেয়ে ছুটে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণ বাড়ির সব আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply