চৈত্রের বিষম তাপদাহের অবসান ঘটিয়ে নাটোরে নেমেছে স্বস্তির বৃষ্টি। এর আগে কালবৈশাখী ঝড় শুরু হয়।
ঝড়ে বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
রোববার বেলা ৩ টা থেকে ঘন্টাব্যপী ঝড়ো হাওয়া শেষে বৃষ্টি শুরু হয়ে। চলে টানা ২০ মিনিট।
এদিকে সামান্য শিলাপাতে গাছপালা, ধান, তরমুজ, বাঙ্গি, ক্ষীরাসহ কিছু আম লিচুর ক্ষতি হয়েছে গুরুদাসপুরে।
নাটোরের বড়াইগ্রামে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে একটি খেজুর গাছে আগুন লেগে পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
অপরদিকে বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার রয়না গ্রামে রাস্তার পাশের একটি খেজুর গাছে বজ্রপাত থেকে আগুন লাগে।
পরে এলাকাবাসী দৃশ্যটি মুঠাফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে তা ছড়িয়ে পড়ে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply