নাটোরে দ্বিতীয় ধাপে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় ধাপেই এবার ঘটলো প্রথম মৃত্যু। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নাটোর শহরের নর্থ হেরাল্ড ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ শাহীনা নাজনীন মিতা (৪৮) মারা গেছেন। তিনি নাটোর শহরের লালবাজার এলাকার হাবিবুর রহমানের স্ত্রী।
শনিবার (২৭ মার্চ) সকালে তার মৃত্যু হয়।
নাটোর সিভিল সার্জন কার্যালয়ের জ্যেষ্ঠ মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) হাফিজার রহমান শাহীনা নাজনীনের করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বামী হাবিবুর রহমান জানান,শরীরে জ্বর ও কাশি নিয়ে শাহীনা নাজনীন (মিতা) গত বৃহষ্পতিবার (২৫ মার্চ) নাটোর সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। শুক্রবার রাতে তার শ্বাসকষ্টসহ নানা জটিলতা দেখা দেয়। উন্নত চিকিৎসার জন্য আজ সকালে তাকর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে দুপুরে তাকে দাফন করা হচ্ছে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply