মাস্ক পরিধান না করায় নাটোরে ২৭ জন ব্যক্তিকে জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার(২৫ মার্চ) বেলা এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত নাটোর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমা খাতুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাস্ক পরিধান না করায় ২৭ জন ব্যক্তি কে দুই’শ টাকা করে মোট ৫ হাজার দুইশ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।
এসময় করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য বিধি অনুসরণ করে মাস্ক ছাড়া বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এছাড়া নিম্নআয়ের মানুষদের মধ্যেও মাস্ক বিতরণ করে ভ্রাম্যমান আদালত। শতভাগ মাস্ক নিশ্চিত না হওয়া পর্যন্ত ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply