নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সাইদুর রহমানকে সভাপতি ও রোকনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি ঘোষণা করেছেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
শনিবার(২০ মার্চ) রাত ৮টায় গোপালপুর নর্থ বেঙ্গ সুগার মিলস উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
গোপালপুর পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি মীর আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। সম্মেলন উদ্বোধন করেন
লালপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এসকেন্দার মির্জা। প্রধান বক্তা ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুল হক মুকুল।
সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়নযজ্ঞ শুরু হয়েছে তা অতীতের কোন সরকারের আমলে হয়নি। সরকারের সাফল্যগুলো মানুষকে অবহিত করার কাজটি খুব গুরুত্ব দিয়ে করতে হবে। এ কাজে আওয়ামী লীগের কর্মীদের আত্মনিয়োগ করতে হবে। নতুন নেতৃত্ব এই গুরুদায়িত্ব নিজেদের করে নিয়ে সরকারের ইতিবাচক প্রচারণা কাজে সহযোগিতা করতে হবে।’
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাছের আলী খান, আজবার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কাউসার, এ্যাডভোকেট আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু,
প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেযারম্যান ও আওয়ামী লীগের উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply