করোনা ভাইরাস প্রতিরোধে নাটোর পৌর এলাকায় মাস্ক বিতরণ করেছেন পৌর মেয়র উমা চৌধুরী জলি।
রোববার দুপুরে নাটোর পৌরসভার অন্তর্গত শহরের মাদ্রাসা মোড়, কানাইখালী, হরিশপুরসহ বিভিন্ন এলাকায় পথচারী ও রিক্সা-অটোরিক্সার যাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করেন মেয়র।
মেয়র উমা চৌধুরী বলেন, সরকার দেশকে করোনামুক্ত রাখতে নাগরিকদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। এখনও অনেক মানুষ ভ্যাকসিন নেননি। যারা নিয়েছেন, তাদের অনেকেই আবার স্বাস্থবিধি অমান্য করছেন। করোনা প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণের পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply