নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদের সেচ খাল পূনঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। খাল খননের কারনে বাগাতিপাড়া ও নাটোর সদর উপজেলার ৫টি বিলের অন্তত ৫০ হাজার হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে।
বৃহষ্পতিবার দুপুরে বাগাতিপাড়া উপজেলার তমালতলা চকহরিরামপুর স্লুইস গেট এলাকায় আনুষ্ঠানিক ভাবে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার খালটি পুনঃখনন করছে পানি উন্নয়ন বোর্ড।
এর আগে বাগাতিপাড়া উপজেলা জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিস ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন এমপি বকুল।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply