নাটোরের নলডাঙ্গা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার পৌরসভা কার্যালয় সংলগ্ন বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মনিরুজ্জামান মনির।
এসম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন৷
মেয়র মনিরুজ্জামান মনির বলেন, পৌরবাসীকে নিরাপদ রাখতে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। কিন্ত মশা দমনে পৌরবাসীকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মশার প্রজনন যাতে না হয় প্রজনন সম্ভাব্য স্থানে ময়লা পানি জমতে দেয়া যাবে না। নাগরিকরা সচেতন হলেই নাগরিক সমস্যা মোকাবিলা সহজ হয়।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply