নাটোরের বাগাতিপাড়ায় মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের জন্য গৃহনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার(১৫ মার্চ) উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হাটগোবিন্দপুর এলাকায় মাটি কেটে নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
পরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পালসহ সংশ্লিষ্টরা।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, একদিনে ৬৯ হাজার গৃহহীন পরিবারকে মাথা গোঁজার ঠাঁই দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সকল মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন। বিশেষ করে যারা এতোদিন গৃহহীন ছিলেন তারা এখন প্রধানমন্ত্রীর জন্য দুই হাত তুলে দোয়া করে। এসব মানুষ আমৃত্যু ভুলতে পারবে না শেখ হাসিনা।
বকুল বলেন, সরকার দেশের প্রান্তিক মানুষের কথা বিবেচনা করে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করে। সরকার চায় তাদের প্রতিটি পদক্ষেপ দ্বারা জনগণের সর্বাধিক কল্যান যেনো সাধিত হয়। তাই সকল নির্মাণ ও অবকাঠামোগত উন্নয়ন কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সম্পন্ন করতে সরকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের
প্রতি অনুরোধ করছি।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply