আসন্ন নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মিনহাজ উদ্দিন।
সোমবার সকাল ১১টায় হাজার হাজার নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে সিংড়া বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন জনপ্রিয় এই চেয়ারম্যান।
এসময় উপস্থিত ছিলেন তাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক ফারুখ হোসেনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
চেয়ারম্যান মিনহাজ উদ্দীন বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঐকান্তিক প্রচেষ্টায় বদলে গেছে সিংড়ার প্রত্যন্ত অঞ্চল তাজপুর। আমি শুধু সহযোগি হয়ে প্রতিমন্ত্রীর উদ্যোগকে সফল করেছি। সর্বস্তরের মানুষ আমাকে সমর্থন জানিয়েছে। তারা চেয়েছে আমি আরেকবার যেনো প্রার্থী হই। তাই দলীয় মনোনয়ন ফর্ম উত্তোলন করেছি। দল সুযোগ দিলে আবারও তাজপুরবাসীর সেবায় আত্ননিয়োগ করবো।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply