নাটোরে পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ইউনাইটেড প্র্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চ্যানেল আই, কালের কণ্ঠের রেজাউল করিম রেজা সভাপতি এবং মাছরাঙা টিভি ও বণিক বার্তার মাহবুব হোসেন সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন।
এর আগে শুক্রবার সকাল ১০ টায় স্থানীয় একটি রেস্টুরেন্টে ভোট গ্রহন শুরু হয় সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মুক্তার হোসেনের নেতৃত্বে দায়িত্ব পালন করেন অপর দুই কমিশনার আব্দুল মজিদ ও নাজমুল ইসলাম।
নির্বাচনে সহ সভাপতি পদে হালিম খান, যুগ্ন সাধারণ সম্পাদক পদে সূফি মোঃ সান্টু, অর্থ সম্পাদক পদে আনোয়ার পারভেজ, ক্রীড়া সম্পাদক পদে খন্দকার মাহাবুবুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে এসএম কামাল হোসেন জয়লাভ করেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্দিতায় অফিস সেক্রেটারী পদে মেহেদি হাসান বাবু, কার্য নির্বাহী সদস্য পদে, দেবাশীষ কুমার সরকার, খন্দকার শামছুজ্জোহা এবং শফিকুল ইসলাম শফিক। নির্বাচনে মোট ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পর্যবেক্ষনে আসেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা। এসময় তারা সৌহাদ্যপূর্ণ নির্বাচনে দেখে সন্তোষ প্রকাশ করেন।
এদিকে, নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনগুলো।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply