নাটোরের সিংড়ায় সড়ক দূর্ঘটনায় মোঃ ওয়ালিদ (০৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার শালমারা গ্রামের আবু তাহেরের পুত্র।
রবিবারে দুপুর ৩ টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, বড়চৌগ্রামে খালার বাসায় জালসা উপলক্ষে বেড়াতে আসে ওয়ালিদ।
রবিবার চৌগ্রামে রাস্তা পার হতে যেয়ে মাইক্রোর সাথে ধাক্কা লাগে। এসময় ওলিদের মাথায় আঘাত লাগে। গুরুত্বর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ (সোমবার) আনুমানিক দুপুর ১২ টায় তার মৃত্যু ঘটে।
তার মৃত্যুর খবর এলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি বিষয়টি নিশ্চিত করেছেন
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply