জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাংগঠনিক দৃঢ়তা, রাজনৈতিক প্রজ্ঞা এবং বিচক্ষণ নেতৃত্বের কারণেই মাত্র ৯ মাসের ব্যবধানে বাঙ্গালী জাতি স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলো। সুসংগঠিত মুক্তিযুদ্ধের মাধ্যমে সাম্প্রদায়িক পাকিস্তান রাষ্ট্রের কবর রচনা করে বাঙালি জাতিরাষ্ট্রের জন্ম দিয়েছিলেন বঙ্গবন্ধু।
রোববার(৭ মার্চ) বিকেলে লালপুর থানা চত্বরে ৭ই মার্চের এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন শহিদুল ইসলাম বকুল।
শহিদুল ইসলাম বকুল এমপি বলেন, মার্চের সেই উত্তাল দিনগুলোতে বঙ্গবন্ধুর মুখের এক একটি বাণী এবং নির্দেশ বাঙালি জাতির প্রতিটি মানুষের কাছে পথ্যের ন্যায় বিবেচিত হয়েছিল। আর ৭ মার্চের সেই ক্ষণজন্মা ও বুদ্ধিদীপ্ত ভাষণ পুরো পৃথিবীকে জানিয়ে দিয়েছিল, বাঙালি জাতি তাদের মুক্তির জন্য কতটা কাঙ্খিত পর্যায়ে পৌঁছেছিল। আর সেটি কেবল সম্ভব হয়েছিল বঙ্গবন্ধুর পাহাড়সম তীক্ষ্ম এবং তেজোদীপ্ত নেতৃত্বের জন্যই।’
বকুল বলেন, ‘বঙ্গবন্ধু তিলে তিলে বাঙালিকে বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে প্রস্তুত করতে পেরেছিলেন। সংঘবদ্ধ এবং প্রতিবাদী জাতি হিসেবে এবং যার প্রত্যক্ষ ফলাফল আমাদের মহান স্বাধীনতা।’
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply