সৃষ্টি রহস্যর কাছে আজ পর্যন্ত মানুষ পরাজিত। রহস্যের মাঝে আমাদের এই পৃথিবী ওপ্রাণী জগৎ। ২ফেব্রয়ারী মঙ্গলবার বাঘা উপজেলার নূর আড়ানী গ্ৰামের আবদুল করিম নামের এক ব্যক্তির ৫/৬ মন ওজনের গরুর পেটে ফিতা কৃমির অস্তিত্ব পাওয়া যায় বলে ঘটনা সূত্রে জানা যায়।
প্রতদিনের ন্যয় করিম গোয়াল ঘর পরিষ্কার করতে গেলে সে এটা দেখতে পায়। প্রথমে সে বুঝতে পারেনি। পরে জানতে পারেন এটা গরুর পেট থেকে বের হয়েছে। পরে সে এটা প্রাণীসম্পদ দপ্তরে নিয়ে আসেন।
বাগাতিপাড়া ভেটেরিনারি সার্জন ডাক্তার হোসাইন মোঃ রাকিবুর বলেন এটা ফিতা কৃমি এবং টেপ ওয়ানস ধরনের। পরে ল্যাব টেস্টে করার জন্য ফিতা কৃমিটি প্রানী সম্পদ দপ্তরে রাখা হয়।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply