নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎ বিল বেশি হওয়ার অভিযোগে সিরাজুল ইসলাম (৪২) নামে এক মিটার রিডার কাম ম্যাসেঞ্জারকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার নওদাজোয়াড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সিরাজুল ইসলাম লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পশ্চিম ডৈলজোড় গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীনে মিটার রিডার হিসাবে কর্মরত আছেন।
জানা যায়, সিরাজুল ইসলাম সোমবার নওদাজোয়াড়ী গ্রামের আবু হানিফ মোল্লার বাড়িতে বিদ্যুৎ বিলের কাগজ দিতে যান। এ সময় অতিরিক্ত বিল করার অজুহাতে আবু হানিফ তাকে গালমন্দ করেন। পরে তর্কবিতর্কের এক পর্যায়ে আবু হানিফ এবং তার ছেলে বাবু ও শাহীন তাকে এলোপাথাড়ি লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।
খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় সহকর্মীরা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা বাড়িতে তালা মেরে পলাতক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply