নাটোরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে।
দিবসটি উপলক্ষে নাটোর জেলা পুলিশের আয়োজনে শহরের হরিশপুর বাইপাস মোড় থেকে এক র্যালী বের করা হয়।
র্যালটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। পরে সেখানে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন সাহা সহ পুলিশ সদস্যরা।
এসময় এক মিনিট নিরবতা পালন এবং নিহত পুলিশ সদস্যদের স্বরণে মোনাজাত করা হয়।
পরে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ অন্যন্যরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে পিবিআই, সিআইডি, হাইওয়ে পুলিশ সহ পুলিশের বিভিন্ন ইউনিট অংশ গ্রহন করে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply