মাহাতাব হোসেনকে সভাপতি এবং মাসুদুর রহমান মাসুদকে সাধারণ সম্পাদক করে নাটোর বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকালে বাঁশবাড়িয়া কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনে সূচনা শুরু করা হয়।
সম্মেলন উদ্ধোধন করেন জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইউনুস আলী।
ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (লালপুর-বাগাতিপাড়া) নাটোর-১ আসনের সংসদ মোঃ শহিদুল ইসলাম বকুল। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, ১নং পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নয়েজ মাহমুদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগি সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে সভাপতিত্ব করেন ২নং জামনগর ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি আক্তারুজ্জামান তুলা।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে ভোটাভুটির মাধ্যমে সভাপতি ও সম্পাদক নির্বাচন করা হয়।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সুপারস্পিডে এগিয়ে চলেছে। জনগণের সমর্থন ও সহযোগিতায় উন্নয়ন অবকাঠামোর পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক নানা সূচকে ভালো অবস্থায় বাংলাদেশ। বৈশ্বিক মহামারীর মধ্যেও শেখ হাসিনা প্রদত্ত দিক নির্দেশনা ভবিষ্যতে যে কোন সংকটে পথ দেখাবে।’
সাংসদ বকুল নতুন কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, ‘লালপুর-বাগাতিপাড়াকে বিএনপির দুর্গ বলা হয়। কেননা এই জনপদে যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতৃত্বে ছিলো, তারা লিয়াজো করে, দুর্দিনের ত্যাগী নেতাকর্মীদের সাথে প্রতারণা করে বিএনপিকে সাহায্য করেছে। তারা ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার করে দলকে ক্ষয় করে ফেলেছে। আমরা বিএনপির সেই দূর্গে আঘাত হানবো অচিরেই। এই জনপদ হবে আওয়ামী লীগের জনপদ, এখানে কোন বিএনপি থাকবে না।
দলে বিভেদ সৃষ্টিকারীদের হুঁশিয়ারি দিয়ে বকুল বলেন, ‘আওয়ামী লীগ করলে হৃদয় দিয়ে আওয়ামী লীগ করতে হবে। দলে বিভেদ সৃষ্টি করে যারা প্রকারন্তরে বিএনপির হাতে ইস্যু তুলে দিচ্ছেন তারা আর যাই হোক না কেনো দলের মঙ্গল চায় না৷ তাই আমাদের চ্যালেঞ্জও এখানেই। অত্যাচারিত ও নির্যাতিত দুর্দিনের কর্মীদের আমরা কমিটিতে অন্তর্ভুক্ত করে সম্মানিত করছি। আপনারা কমিটিকে গতিশীল করলে শক্তিশালী হবে তৃণমূল, শক্তিশালী হবেন শেখ হাসিনা।’
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply