কোভিড-১৯ প্রতিরোধে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
বৃহস্পতিবার দুপুরে দেড়টায় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে ভ্যাকসিন নেন এই সংসদ সদস্য।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা রতন কুমার সাহাসহ অনান্য চিকিৎসকরা।
পরে সাংসদ নির্মাণাধীন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এসময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও সেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন সাংসদ বকুল। সাংসদের পরপরই ভ্যাকসিন নেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল সকলকে এ টিকা গ্রহনের আহবান জানান।
তিনি বলেন, ‘বিশ্বের অনেক উন্নত দেশ এখনও টিকার মুখ দেখেনি। অথচ বাংলাদেশের মানুষ টিকা নিচ্ছে এবং তারা ভালো আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের সুরক্ষা নিশ্চিতের দায়িত্ব নিয়েছেন। তাই সকলেই করোনা ভ্যাকসিন নিন এবং দেশ থেকে করোনা নির্মূলে সহায়তা করুন।’
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply