
নাটোরের সিংড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র জান্নাতুল ফেরদৌস, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন। এই শপথের মধ্য দিয়ে আগামী ৫ বছরের জন্য নাগরিকদের সেবায় নিজের নিয়োজিত করলেন তারা।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনার হুমায়ূন কবীর তাঁদের শপথবাক্য পাঠ করান।
শপথবাক্য পাঠ করানো শেষে বিভাগীয় কমিশনার বলেন, ‘পৌরসভা স্থানীয় সরকার বিভাগের একটি শক্তিশালী প্রতিষ্ঠান। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের চেয়েও এটি বড়। কিছু পৌরসভা অর্থনৈতিকভাবে দুর্বল হলেও সীমিত সম্পদ নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘এখন থেকে মনে করতে হবে, আপনি পৌর এলাকার সব মানুষের মেয়র ও কাউন্সিলর। জনগণ আপনাদের সম্মান দিয়েছে। সেই সম্মান ধরে রাখতে হবে। কারণ, আপনার নামের সঙ্গে একটা “সিল” পড়ে গেছে। পরেরবার আপনি নির্বাচিত না হলেও সারা জীবনের জন্য আপনার নামের সঙ্গে “মেয়র” বা “কাউন্সিলর” শব্দটা যোগ হয়েছে। এটা একটা বিরল সম্মান। কাজেই এই সম্মান রক্ষা করে চলতে হবে।’
তৃতীয় ধাপে গত ৩০ জানুয়ারি রাজশাহী বিভাগের এই ১২ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই ধাপের নির্বাচনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী তাইজুল ইসলামকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সিংড়া পৌরসভার মেয়র নির্বাচিত হন জান্নাতুল ফেরদৌস।
শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের রাজশাহী বিভাগের পরিচালক মো. জিয়াউল হক ও উপপরিচালক চিত্রলেখা নাজনীন উপস্থিত ছিলেন।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply