আগামীকাল ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন নাটোরবাসী। নাটোর পৌরসভার পক্ষ থেকে শহীদ মিনার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। শেষ মুহূর্তে রং তুলির আঁচড়ে শহীদ মিনার প্রঙ্গণকে রঙ্গিন করতে কারুশিল্পিদের সাথে অংশ নিয়েছেন মেয়র।
আজ শনিবার(২০শে ফেব্রুয়ারী) বেলা ১২টায় কানাইখালী মাঠে শহীদ মিনার পরিদর্শনে আসেন পৌর মেয়র। এসময় তার সাথে ছিলেন ২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন।
মেয়র উমা চৌধুরী বলেন, আমাদের গৌরবের মাতৃভাষা বাংলার আন্তর্জাতিক স্বীকৃতির মাহেন্দ্রক্ষণ ও শহীদদের মহান আত্নত্যাগের স্মরণে শ্রদ্ধা নিবেদনের সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সকলকে অংশগ্রহণের অনুরোধ জানানো হচ্ছে।
এদিকে, আগামীকাল রোববার শহরের কানাইখালী চা-চত্বরে স্থানীয় পত্রিকা দৈনিক প্রান্তজনের আয়োজনে এক দিনের পথ বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মেলায় নাটোর জেলার শতাধিক লেখক-কবিদের বইয়ের প্রদর্শনী ও বিক্রি হবে জানিয়েছেন আয়োজক সাজেদুর রহমান সেলিম।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply